spot_img

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রকাশিত হল প্রিন্স আশরাফের ‘রহস্য গল্প সমগ্র-১ : অশুভ-কথন’

দুর্দান্ত সব গল্প, টান টান উত্তেজনা, গা শিহরানো রোমাঞ্চ, ভৌতিক আবহ, অপূর্ব বুদ্ধিদীপ্ততা, আধিভৌতিক কর্মকান্ড, অসাধারণ হিউমার, অতিপ্রাকৃত ঘরানার রহস্যময়তা, কী নেই? মানব চরিত্রের জটিলতা, ভয়, রোমাঞ্চ, আতঙ্ক, উৎকন্ঠা, ঋজুতা, শঠতা, কর্কশ বা মোহনীয়তা আর সম্পর্কের টানাপোড়েনের এক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে অশুভ-কথন-এর পাঠকদের! জীবনের আরাধ্য এসব দিকগুলোকে চমৎকার কথকতায় রূপ দেয়া হয়েছে শুধুমাত্র তাদের জন্য যারা রহস্য ও রোমাঞ্চের দুনিয়ায় হারিয়ে যেতে চায় বার বার! অশুভ-কথন নাম শুনেই পাঠকরা নিশ্চয়ই বুঝে ফেলেছেন এক অশুভ জগতে বিচরণ করতে চলেছেন আপনি! রক্ত হিম করা হরর কাহিনি যেমন আছে, তেমনি হাড় কাঁপানো অভিজ্ঞতার কথনও আছে এতে। কোনটি রহস্যের, কোনটি ভৌতিক, কোনটি অলৌকিক, কোনটি অতিপ্রাকৃত, কোনটি আধিভৌতিক, কোনটি পিশাচ কাহিনি আবার কোনটি বা রোমাঞ্চকর! যারা ভয় পেতে ভালোবাসেন, অশুভ জগতে বিচরণ করতে চান তাদের জন্যই অশুভ-কথন।

কথাগুলো বলছি কথাসাহিত্যিক প্রিন্স আশরাফ’র নতুন বই ‘অশুভ কথন’ নিয়ে। সম্প্রতি চমন প্রকাশনী থেকে বই প্রকাশ পেয়েছে বইটি। বই হাতে পেয়ে লেখক জানান, ‘প্রকাশকের কাছ থেকে হাতে পেলাম রহস্য গল্প সমগ্র অশুভ কথন। বইয়ের প্রচ্ছদ, গেটআপ-সেটআপ, কোয়ালিটি, পেজ, পেজমার্কার সব কিছু মিলিয়ে আমার প্রকাশিত বইয়ের মধ্যে অন্যতম একটি বই। ধন্যবাদ চমন প্রকাশনী ও প্রকাশনীর স্বত্বাধিকারী আনাম রেজা, ধন্যবাদ এনাম রাজু। সুন্দর প্রচ্ছদের জন্য ধন্যবাদ আদনান আহমেদ রিজন।’

চমন প্রকাশনীর প্রকাশক আনাম রেজা বলেন, ‘এই সংকলনের গল্পগুলো পড়তে গিয়ে পাঠক যেমন শিহরিত হবেন, তেমনি লেখকের বর্ণনা কৌশলের অদ্ভুত কারিশমায় যেন চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দেবে গল্পের মানুষেরা। অশুভ-কথনের সবগুলো গল্পই কোনও না কোনও রহস্যকে কেন্দ্র করে লেখা হয়েছে। প্রতিটি গল্পই রহস্য গল্প হলেও গল্পের ভেতরের গল্প খুঁজে পাওয়া যাবে। মানুষের সহজাত প্রবৃত্তি, জৈবিক তাড়না ও অন্ধকার দিকের উন্মোচনও হবে!’

রহস্য গল্প সমগ্র ১ : অশুভ-কথন নামের ২২৮ পাতার বইটি প্রকাশ হয়েছে চলতি মাসে। যার মূল্য ধরা হয়েছে ৩৫০ টাকা। বইটি রকমারি ডট কমে পাওয়া যাচ্ছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss