spot_img

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঘুষ হিসেবে ‘পার্সেন্টেজ’ দেওয়ার প্রস্তাব ডিএমপি কমিশনারকে!

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলামকে ঘুষ হিসেবে ‘পার্সেন্টেজ’ (সুবিধা) দেওয়া প্রস্তাব দিয়েছে যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেন।

‘পার্সেন্টেজ’ (সুবিধা) দেওয়া প্রস্তাবে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদকে চিঠি দিয়ে ওই কর্মকর্তাকে বদলির অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার। গত ৩০ মে ডিএমপি সদর দফতরের প্যাডে এমন একটি চিঠি লিখেছেন ডিএমপি কমিশনার। চিঠির স্মারক নং- ডিএমপি (সঃদঃ)/প্রশাসন/এ-৫১-২০২০/১০০৮। ইতোমধ্যে সেই চিঠির কপিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডিএমপি কমিশনারেরই অধীনস্থ অফিসার।

আইজিপির উদ্দেশে লেখা চিঠিতে ডিএমপি কমিশনার বলেন, ‘উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেন একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা। ডিএমপির বিভিন্ন কেনাকাটায় তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। তদুপরি তিনি ডিএমপির কেনাকাটায় স্বয়ং পুলিশ কমিশনারের কাছে পার্সেন্টেজ গ্রহণের প্রস্তাব উপস্থাপন করেছেন। ফলে ওই কর্মকর্তাকে ডিএমপিতে কর্মরত রাখা সমীচীন নয় মর্মে প্রতিয়মান হয়েছে। এমতাবস্থায় তাকে জরুরি ভিত্তিতে অন্যত্র বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

এদিকে এই চিঠির সত্যতার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও পুলিশ সদর দফতর বা ডিএমপি থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss