spot_img

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পাবনা-৪ আসন উপ-নির্বাচনে ভোটগ্রহন চলছে

পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি কম। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলো ফাঁকা দেখা গেছে। শনিবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার ১২৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, নির্বাচন ঘিরে প্রশাসনের তরফ থেকে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। ১২৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এসব ভোটকেন্দ্রে ১ হাজার ১০০ পুলিশ সদস্য এবং ১ হাজার ৫৪৮ জন আনসার সদস্য ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

গত ২রা এপ্রিল পাবনা-৪ আসনের এমপি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ভোটগ্রহণের দিন ধার্য হয়।

আরো পড়ুন: সৌদি প্রবাসীদের আজও কারওয়ান বাজারে বিক্ষোভ

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিনজন প্রার্থী অংশগ্রহণ করছেন। ভোটে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার ১২৯টি কেন্দ্রে ৩ লাখ ৮২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss