spot_img

২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সৌদি আরবে ওমরাহর ই-ভিসা চালু

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনে ইলেকট্রনিক বা ই-ভিসা চালু করেছে দেশটির সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (৫ জুলাই) এক প্রতিবেদনে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

সহজে ও স্বাচ্ছন্দ্যে যেন আরও বেশি মুসলি­ সৌদিতে যেতে পারেন এবং ওমরাহ পালন করতে পারেন তারই অংশ হিসাবে ওমরাহর ই-ভিসা চালু করা হয়। এছাড়া ভিশন ২০৩০ অর্জনে ওমরাহর সেবার মান বাড়ানোর যে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, সেটিরও অংশ এই ই-ভিসা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ই-ভিসা পেতে আগ্রহী তারা নুসুক প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে পারবেন। যেন তারা ১৯ জুলাই থেকেই সৌদিতে যেতে পারেন। ওই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো বিশ্বের পর্যটকদের মক্কা ও মদিনা ভ্রমণের ব্যবস্থা করা হয়। এছাড়া এর মাধ্যমে পছন্দ অনুযায়ী বাসা বেছে নেয়া, বাসস্থান এবং যোগাযোগ সেবাও দেয়া হয়।

পবিত্র হজ উপলক্ষ্যে এক মাসেরও বেশি সময় ধরে ওমরাহ পালন বন্ধ রয়েছে। ওই সময় যাদের কাছে হজের অনুমতি ছিল শুধু তারাই মক্কা নগরীতে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss