spot_img

১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
১৪ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাড়িওয়ালার কাছ থেকে ভিন্ন এক ঈদ উপহার পেলেন ভাড়াটিয়া

বাড়িওয়ালার পক্ষ থেকে ভিন্ন এক ঈদ উপহার পেয়েছেন রাজধানীর মিরপুরের রুপালি হাউজিংয়ের আলীমুর রহমান সুফল নামে একজন ভাড়াটিয়া।

তিনি আজ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ‘আমার বাড়িওয়ালার পক্ষ থেকে ঈদ উপহার….আমি আমার ঢাকা শহরের এই ছোট্ট জীবনে কেউ কখনো এমন উপহার পেয়েছেন কিনা জানিনা এবং শুনিনি কখনো, আমি অন্তত পাইনি। সম্পদের পাশাপাশি সুন্দর একটা আত্মা থাকাটাও জরুরী একজন প্রকৃত মানুষ হবার জন্য। আল্লাহ উনাকে নেক হায়াত এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।’

সুফলের ফেসবুক পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। কমেন্টে অনেকেই বাড়িওয়ালার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি ঢাকায় এরকম আরও বাড়িওয়ালা চান তারা।

আলীমুর রহমান সুফল গণমাধ্যমকে জানান, ‘ঈদ উপলক্ষে ভাড়া মওকুফের চিঠিটি পেয়ে সত্যি সত্যিই আবেগ আর ধরে রাখতে পারিনি। এ কারণেই ফেসবুকে চিঠিটিসহ আজ দুপুরের দিকে পোস্ট করেছিলাম। এটি খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যাবে ভাবতে পারিনি।’

 

(আলীমুর রহমান সুফল ফেসবুক থেকে নেওয়া)

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss