চট্টগ্রামের সিআরবির শিরীষতলায় চলা অমর একুশে বইমেলায় আজ শুক্রবার ছিল বইপ্রেমী, লেখক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তবে এতে বইয়ের বিক্রি বাড়েনি। কেবল কবিতা, সাহিত্য আর বইয়ের আলোচনা-আড্ডায় মেতে ওঠেন অনেকে। কেউ কেউ আবার বইমেলা মঞ্চের জমজমাট কথামালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগে মগ্ন ছিলেন।
গতকাল বিকেলে শিরীষতলার বইমেলায় গিয়ে দেখা গেছে, মেলায় তরুণ-তরুণীদের ভিড় জমেছে। অনেকেই দলবেঁধে মেলায় এসেছেন। কেউ বন্ধু-বান্ধব নিয়ে, কেউবা পরিবার-পরিজন নিয়ে। কেউ আবার প্রিয়জনের সঙ্গে। শিশু-কিশোররাও এসেছে বইমেলায়।
দর্শনার্থীরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখছেন। আর নিজের প্রিয় লেখককে খুঁজে বের করে ক্যামেরাবন্দি হচ্ছেন। নিজেরা দলীয়ভাবে ছবি তুলে মুহূর্তগুলোকে ধরে রাখছেন। আবার কেউ বই কিনে লেখকের অটোগ্রাফ নিচ্ছেন। কেউ কেউ বিদেশি লেখকদের বই খুঁজছেন। আবার কেউ কেউ বই নিয়ে আলোচনা করছেন গোল হয়ে দাঁড়িয়ে কিংবা এক কোণে বসে।
চস/আজহার