spot_img

২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মন্দিরে হামলার ঘটনায় ফেনীতে আরও ২ আটক

ফেনীতে পূজা উদযাপন পরিষদের কর্মসূচিতে হামলা, দোকানপাটে ভাঙচুরের ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব।

আটকরা হলেন আবদুস সালাম জুনায়েদ ও ফয়সাল আহমেদ আল আমিন।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান জানান, আটকের পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শনিবার রাতে আহনাফ তৌসিফ মাহমুদ লাবিব নামে ২২ বছর বয়সী এক যুবককে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছিল র‍্যাব।

শনিবার ফেনীতে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভে হামলা, মন্দিরসহ দোকানপাটে ভাংচুর, যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় রোববার ফেনী মডেল থানায় দুটি মামলা করে পুলিশ। দুই মামলায় প্রায় ৪০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss