‘জীবন-জীবিকার জন্য পানি ও নদী: যুবদের ভূমিকা’ প্রতিপাদ্যকে উপজীব্য করে সিলেটে সোমবার (২৩ জানুয়ারি) থেকে ৩ দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু হচ্ছে।
বেসরকারি সংস্থা একশনএইডের উদ্যোগে সিলেটের বিভাগীয় শহরের নাজিমগড় রিসোর্টে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। অনলাইন ও সরাসরি দুভাবেই সম্মেলনে অংশগ্রহণ করা যাবে। এর আগে আয়োজক এবং নদী, পানি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কুশিয়ারা নদী, পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করবেন। সেখানকার স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা ও অভিজ্ঞতা শুনবেন।
সম্মেলনের প্রথম দিন তথা আজকের কর্মসূচির মধ্যে রয়েছে কুশিয়ারা নদী ও নদী-সংলগ্ন এলাকা পরিদর্শন। সন্ধ্যায় পটুয়াখালী জেলার কলাপাড়ায় অবস্থিত পানি যাদুঘরের কিউরেটরের বক্তব্য। মঙ্গলবার ‘জলাশয় ইতিহাস’, ‘রূপবিদ্যা ও পরিবর্তন’, ‘নদী একটি জীবন্ত সত্তা এবং নদীর ওপর নৃতাত্ত্বিক হস্তক্ষেপের প্রভাব’ ও ‘পানি ও নদী অধিকারে যুব-সম্পৃক্ততা’ শীর্ষক বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন আন্তঃসীমান্ত নদী ও পানি রাজনীতি, উদ্ভাবন: পানি, বাস্তুতন্ত্র ও টেকসই জীবিকা শীর্ষক আলোচনার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটবে।
সম্মেলনে সরকারি নীতিনির্ধারক, গবেষক ও শিক্ষাবিদরা (দেশি-বিদেশি), সরকারি-বেসরকারি প্রয়োগকারী, দাতা সংস্থাসমূহ, বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের সংগঠনসমূহ, স্থানীয় সরকার ও প্রতিনিধি, গণমাধ্যম, তৃণমূল সম্প্রদায় ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।
চস/আজহার