spot_img

৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কক্সবাজারে বাসচাপায় দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়ার দোলহাজারী উলবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো আব্দুর রহমান (৮) ‍ও সাবা (৬)। তারা চকরিয়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। দোলহাজারী এলাকায় দুই শিশু সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘বাসচাপার পর ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। নিকটস্থ মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পর অন্যজনের মৃত্যু হয়। এ ব্যাপারে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss