spot_img

২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আনোয়ারায় ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

আনোয়ারায় পুলিশের অভিযানের ২ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৭ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে আটটায় পিএবি সড়কের তৈলারদ্বীপ সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেফতারকৃতরা হলেন- খালেদা বেগম (৩১) ও নুরুজ্জমান (৫৮)। গ্রেফতারকৃত খালেদা চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নুরুল আলমের কন্যা। আর নুরুজ্জমান সাতকানিয়া উপজেলার হাগরিয়া ইউনিয়নের মৃত মোঃ মীর আহমদের পুত্র।

এ ব্যাপার আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ বুধবার রাত সাড়ে আটটায় অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা যানবাহনে করে চট্টগ্রাম শহরে বিক্রির উদ্দেশ্যে মাদকগুলো নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss