সন্দ্বীপে অস্ত্র ও গুলিসহ এক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। গ্রেফতার হওয়া আসামির নাম ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির। তিনি মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য।
শনিবার রাত সাড়ে দশটায় সন্দ্বীপ থানার পুলিশ মগধরা ইউনিয়নের নোয়ার হাটে সমিরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। সমির পুলিশের উপর হামলার ঘটনার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
সন্দ্বীপ থানার পুলিশের ডিউটি অফিসার জয়নুল জানান, রবিউল আলম সমিরের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চস/স