spot_img

২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চকরিয়ায় কাভার্ডভ্যান-বাস সংঘর্ষ, নারীসহ নিহত ৩

কক্সবাজারের চকরিয়ার হারবাং আলীপুর এলাকায় যাত্রীবাহী একটি মিনিবাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ১০টার দিকে মহাসড়কের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এ ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মাহবুবুল হক ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টার দিকে মহাসড়কের হারবাং আলীপুর এলাকায় কক্সবাজারমুখী স্কয়ার ফার্মার একটি গাড়ি ও চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হয়। তাদেরকে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে একজন গাড়ির চালক ও একজন নারী রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss