spot_img

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাঁশখালীতে আগুনে ৮ জন দগ্ধ, পুড়লো ৫ দোকান

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছে। এসময় পুড়ে গেছে পাঁচটি দোকান। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম কুল এলাকায় বেলালের গাড়ির গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজাদুল ইসলাম বলেন, সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটিতে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ৮ জন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই তানভীর বলেন, সকালে গ্যারেজে কাজ করার সময় ওয়্যারিংয়ের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss