spot_img

২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টেকনাফে ১ কেজি আইসসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের টেকনাফ থানাধীন কোয়াইনছড়ি পাড়া থেকে ১ কেজি ২ গ্রাম আইসসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুল মোতালেব (৫০) ও জাফর আলম (৩৫)।

শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টায় তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম।

তিনি জানান, গতকাল রাতে মাদক বেচাকেনার খবর পেয়ে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২ গ্রাম আইস উদ্ধার করা হয়। উদ্ধার আইসের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ টাকা। আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss