কক্সবাজারের ঈদগাঁও ইদগড় সড়কে গণপিটুনিতে আবুবক্কর ছিদ্দিক ( ২৬) নামে এক ডাকাত নিহত হয়েছে। সে ঈদগাঁও ইউনিয়নের ধুইল্যাঝিরি পূর্ব ভোমরিয়াঘোনা গ্রামের ছৈয়দ নুরের পুত্র।
জানা যায়, শনিবার (২৭ জুলাই) ভোর রাতে একদল সশস্ত্র ডাকাত ঈদগাঁও ইদগড় সড়কের পানেরছড়া ঢালা নামক স্থানে ডাকাতির উদ্দেশ্যে সড়কে অবস্থান নেয়।
বিষয়টি এলাকাবাসী জানতে পেরে ডাকাত দলকে ধাওয়া দেয়। এতে উল্লেখিত আবুবক্কর জনতার হাতে ধরা পড়লে গণপিটুনিতে নিহত হয়।
সংবাদ পেয়ে এস. আই আশরাফুল হোসেনের নের্তৃত্বে একদল পুলিশ সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট তৈরী শেষে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ময়না তদন্ত শেষে বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এস.আই আশরাফুল হোসেন।
তিনি জানান, তাঁর বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতির ৪ টি নিয়মিত মামলা রয়েছে। এছাড়া ওই সড়কের প্রত্যেক ডাকাতির সাথে নিহত আবু বক্করের সংশ্লিষ্টতা ছিল বলেও তিনি দাবী করেন।
থানার অফিসার্স ইনচার্জ শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট ঘটনায় মামলা রজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চস/স