দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বান্দরবানের সাত উপজেলায় পুলিশের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। জেলার সাতটি থানায় পুরো দমে কার্যক্রম শুরু করেছে পুলিশের সদস্যরা।
আজ (১২ আগস্ট) সকাল থেকে বান্দরবান শহরের ট্রাফিক মোড়, বাস স্টেশন সব এলাকার সড়ক গুলোতে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।
সদর থানাসহ সাতটি থানায় পুলিশ সদস্যরা পূরো দমে কাজ করছে। থানাগুলোতে মামলা এন্ট্রি সাধারণ ডায়েরি থেকে শুরু করে পুলিশের নানা কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া এপিবিএন সহ পুলিশের অন্যান্য স্থাপনা গুলোতেও কার্যক্রম শুরু হয়েছে।
সকালে পুলিশ সুপার সৈকত শাহিনসহ পুলিশের উদ্বোধন কর্মকর্তারা থানা, পুলিশ ক্যাম্প, পুলিশ লাইন সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
পুলিশ সুপার জানান পুলিশের দাবি দাওয়া গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সাধারণ জনগণ যাতে পুলিশের সেবা পায় সেই সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্য রেখে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার।
চস/স