মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়েছে কক্সবাজারের টেকনাফ বন্দরে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে একটি গুলি বন্দরের মূল ভবনের হিসাব কক্ষের কাঁচের গ্লাসে আঘাত করে অপর গুলিটি একটি ট্রাকের সামনের গ্লাসে লাগে। এতে কাচগুলো ভেঙে যায়।
এ ঘটনায় পুরো বন্দরে আতংক ছড়িয়ে পড়ে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান, টেকনাফ বন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার জসিম উদ্দিন।
চস/স