spot_img

৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রাউজানে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকের মৃত্যু

চট্টগ্রামের রাউজানে আব্দুল কাদের নামে (৩২) এক সিএনজিচালিত অটোরিকশা চালক ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টায় পৌরসভার দায়ারঘাটা এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল কাদের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারির টবাকুর পোট লিঙ্ক সংলগ্ন এলাকার আবদুস ছগিরের ছেলে। তিনি দুই মেয়ে সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টায় সিএনজিচালিত অটোরিকশাটি সড়কের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে অটোরিকশা চালক গুরুতর আহত হয়। আহতাবস্থায় উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, নিহতের স্বজনেরা এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে৷ গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss