কক্সবাজারের পেকুয়ায় পুকুর থেকে বস্তায় মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুইটি কিরিচ উদ্ধার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯ টার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইম্যাখালী এলাকার একটি পুকুর থেকে এসব অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পেকুয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, পেকুয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এনামুলের নেতৃত্বে মোকাম্মেল নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি পুকুর থেকে বৃহস্পতিবার সকালে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে মোকাম্মেল বাড়িতে না থাকায় পলাতক থাকার কারণে তাকে আটক করা যায়নি। পরে সেনাবাহিনী পেকুয়া থানার এসআই মো. ছায়েদের নিকট উদ্ধার হওয়া এসব অস্ত্র হস্তান্তর করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, বাইম্যাখালী এলাকার মোকাম্মেলের বাড়ির পুকুর থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে বস্তার ভেতর লুকানো একটি দেশীয় তৈরি এলজি ও দুইটি কিরিচ উদ্ধার করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চস/স