spot_img

২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (১৬ জুন) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে রামুর রশিদনগর ইউনিয়নের জেটিরঘাটা রাস্তার মাথা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় এবং কাভার্ডভ্যানটি গিয়ে আটকে পড়ে গাছের সঙ্গে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। আহতদেরকে বাস কেটে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের মধ্যে রয়েছেন কক্সবাজার সদরের পিএমখালী এলাকার বাসিন্দা হাবিব উল্লাহ (৫৫), তার ৯ বছর বয়সী শিশু সন্তান রিয়াদ, এবং রামুর রিমঝিম বড়ুয়া। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পরপরই বাস ও কাভার্ডভ্যানের চালকরা পালিয়ে গেছেন বলে জানান রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন।

দুর্ঘটনার খবর পেয়ে রামু থানা ও হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে এবং দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থল এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। তারা দ্রুত গতির যান নিয়ন্ত্রণে আনতে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss