বিজয় মানে
মোঃ হাসু কবির
বিজয় মানে শত্রু ধ্বংসে
সুচিন্তিত ছক
সংগ্রাম করে হাতে পাওয়া
অধিকারের হক।
বিজয় মানে রুখে দেওয়া
অন্যায় দাবী দাওয়া
হৃদয় থেকে ভালোবেসে
আকাংখিত চাওয়া।
বিজয় মানে রক্তের দানে
মুখে ফোটা হাসি
বজ্রকণ্ঠে হুঁশিয়ারী
আমি ভালোবাসি।
বিজয় মানে আপন মনে
প্রাণের কথা বলা
হাসিখুশি মন’টা নিয়ে
নির্ভয়ে পথ চলা।
বিজয় মানে পূব আকাশে
জ্বলে উঠা রবি
লক্ষ প্রাণের আত্মত্যাগে
বাংলাদেশের ছবি।