যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে এক যাজক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। পরে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, দেশটির টেক্সাসের উইনোনা শহরে স্টারভিলে মেথোডিস্ট গির্জায় রোববার (৩ জানুয়ারি) এই ঘটনা ঘটে।
স্থানীয় শেরিফ ল্যারি স্মিথ জানান, গির্জার স্টোররুমে লুকিয়ে ছিলেন এক ব্যক্তি। পরে যাজক তাকে দেখে ফেলেন এবং তার দিকে বন্দুক তাক করেন। পরে ওই ব্যক্তি যাজককে জাপটে ধরে বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করেন। এতে যাজক নিহত হন। গুলি করার পর গির্জার গাড়ি নিয়েই পালিয়ে যান ওই বন্দুকধারী।
তবে শেষ পর্যন্ত তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মাইত্রেজ ডিউন্টি উওলান (২১)। তার বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন, মারাত্মক শারীরিক আঘাত এবং হত্যার অভিযোগ আনা হয়েছে।
চস/আজহার