চট্টগ্রামের আনোয়ারায় মো. সুমন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শোলকাটা রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন বাঁশখালী উপজেলার বাণীগ্রাম এলাকার আবদুস ছামাদের ছেলে এবং বাঁশখালী ডিগ্রি কলেজের ছাত্র।
আনোয়ারার এসআই ইয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে স্থানীয়দের ফোন পেয়ে শোলকাটা থেকে নিহত সুমনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরো পড়ুন: চট্টগ্রামে আরও ৮০ জনের দেহে করোনা শনাক্ত
স্থানীয়রা জানান, বাঁশখালী থেকে আনোয়ারা মুখী একটি মোটরসাইকেলকে ইট বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
চস/স