বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্র মুক্তির আগে আসন্ন বিশ্ব ভালোবাসা দিবসে আসছে সিনেমার এক্সক্লুসিভ একটি গান। গানটির প্রযোজনায় রয়েছে কপ ক্রিয়েশন।
মিশন এক্সট্রিম চলচ্চিত্র নির্মাণ করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার।
“জানি তুমি ছিলে, শত দ্বিধা ভুলে” শিরোনামের গানটি গেয়েছেন প্রীতম হাসান ও অদিতি রহমান দোলা। গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল। সুর করেছেন অদিত রহমান ও দোলা এবং সংগীত করেছেন অদিত রহমান।
আরো পড়ুন: নতুন গান নিয়ে ভীষণ ব্যাস্ত সংগীত শিল্পী দোলা
আপাতত গানটির লিরিকাল ভিডিও প্রকাশিত হচ্ছে। মূল ভিডিওর জন্য দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চস/স