অভিনেতা এ টি এম শামসুজ্জামান তাঁর অভিনয়ের মধ্যেই দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন। বিশিষ্ট এই অভিনেতার মৃত্যুতে দেওয়া এক শোক বার্তায় আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) এই অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানপমন্ত্রী তাঁর শোক বার্তায় বলেন, ‘জনপ্রিয় এই শিল্পী তাঁর অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।’ তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, বুধবার সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল এটিএম শামসুজ্জামানকে। তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় এ অভিনেতা। আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৬ মিনিটে রাজধানীর সূত্রাপুরে অবস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান।
চস/আজহার