চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ হাজতি মো. ফরহাদ হোসের রুবেলের সন্ধান মেলেনি এখনও। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ।
রবিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় ডিআিইজি প্রিজন উপমহাকারা পরিদর্শক (ডিআইজি প্রিজন) ফজলুল হক।
তিনি জানান, কারা অধিদপ্তর থেকে একজন ডিআইজিকে প্রধান করে একজন সিনিয়র জেল সুপার ও একজন জেলারকে সসদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া ওই দিন দায়িত্বরত কারারক্ষী ও সহকারী কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া প্রধান কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
চস/স