প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। শুক্রবার(১৬ আগস্ট) বিকালে মা ও বাবাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এসে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন সাব্বির।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আমন্ত্রণপত্রটি ছিল একটি পাখির খাঁচার মধ্যে। এর ব্যাখ্যায় সাব্বির প্রধানমন্ত্রীকে হেসে বলেন, বিয়ের পর তাকে খাঁচায় বন্দি করা হবে। আমন্ত্রণপত্র গ্রহণকালে সাব্বিরের জীবনের নতুন ইনিংসে তার সাফল্য কামনা করে আশীর্বাদ করেন প্রধানমন্ত্রী।
সাব্বির রহমানের বিবাহত্তোর সংবর্ধনা ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। এর আগে ঘরোয়া পরিবেশে সাব্বিরের আকদ সম্পন্ন হয়। তার স্ত্রীর নাম অর্পা।
চস/সোহাগ