চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২০০ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৬৯ জন নগরীর ও ৩১ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ হাজার ৪৪০ জনে।
আজ শনিবার (২০ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, গতকাল শুক্রবার চট্টগ্রামের পাঁচটি ল্যাবে ১ হাজার ৮৪৩ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ২০০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৮৩ জন। এর মধ্যে ২৮১ জন নগরীর ও ১০২ জন বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ৩২ জন, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৯৯৮ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫০১ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
আরো পড়ুন: করোনায় আরও ১৮ জনের মৃত্যু
এছাড়া শেভরণে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৪০ জন এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৮ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
চস/স