আগামীকাল রোববার হেফাজতে ইসলামের ঘোষিত হরতালে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় দল।
শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, হেফাজতে ইসলামীর হরতাল কর্মসূচিতে আমার দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে। আমরা এই হরতালে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। হরতালে আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকব।
চস/আজহার