করোনায় আক্রান্ত হলেন সাংষ্কৃতিক অঙ্গনের জনপ্রিয় তারকা আফসানা মিমি। আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি ও অভিনেতা শহীদুজ্জামান সেলিম।
তিনি জানান, ৭-৮ দিন আগে আফসানা মিমির করোনা পজিটিভ আসে। এরপর নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। কিন্তু তার আগে থেকে অ্যাজমার সমস্যা থাকায় শারীরিক সমস্যা পোহাতে হচ্ছিলো। শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে হাসপাতালে যেতে হচ্ছে।
আরো পড়ুন: চট্টগ্রামের সকল বিনোদনকেন্দ্র বন্ধ
নব্বই দশকে মঞ্চ নাটক দিয়ে নাট্যকর্মী হিসেবে কাজ শুরু করেন আফসানা মিমি। নাগরিক নাট্য সম্প্রদায়ের নিয়মিত সদস্য হিসেবে কাজ করেন বেশ কয়েক বছর। ক্যারিয়ারের শুরুতে টেলিভিশনে ‘কোথাও কেউ নেই’ নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তারপর থেকে তিনি বহু টেলিভিশন নাটক এবং কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
বিগত কয়েক বছর ধরে টেলিভিশনের নাটক নির্মাতা হিসেবে কাজ করছেন। সেই সাথে শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে তাঁর প্রতিষ্ঠিত স্কুল ‘ইচ্ছেতলা’ নিয়মিত কাজ করে যাচ্ছে।
চস/স