চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা গেছেন ৩৯৬ জন।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯৪ জনের দেহে। এদের মধ্যে ৪৩৯ জন নগরীর ও ৫৫ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ৩০১ জনে।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
আরো পড়ুনঃ মসজিদে নামাজ আদায়ে ১০ নির্দেশনা
আরও জানা যায়, গতকাল সোমবার চট্টগ্রামের ৮টি ল্যাবে ২ হাজার ৫৪০ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ৪৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ।
চস/স