করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের দ্বিতীয় দিনে দোকান খোলা রাখায় ২টি প্রতিষ্ঠান এবং ৮ জনকে ১০ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এ অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
আরো পড়ুনঃ প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় ১৪ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে
তিনি বলেন, একে খান মোড়ে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ২টি প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা করা হয়েছে। এছাড়া মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি না মানায় ৮ ব্যক্তিকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় জনসচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০টি মাস্ক বিতরণ করা হয়।
চস/স