করোনা: একদিনে আরো ৩৯ মৃত্যু, শনাক্ত ১৬৩৭

করোনা
করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৭১ জনে।

শনিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ads here

এসময় রোগী শনাক্ত হয়েছে ১৬৩৭ জন। মোট শনাক্ত ৮ লাখ ২৪হাজার ৪৮৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২১০৮ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৬৪হাজার ২৪জন সুস্থ হয়ে উঠেছেন।

এতে আরো জানানো হয়, ৫১০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৬৬১টি নমুনা সংগ্রহ এবং১১হাজার ৫৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬১লাখ ৫৬হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ১২শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৭বশতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯শতাংশ।

আরো পড়ুন: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

চস/স

ads here