চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু

করোনা
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৭ জনের দেহে। এদের মধ্যে নগরের ৪৯ জন এবং উপজেলার ১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৮০৭ জনে।

রবিবার (১৩ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ads here

আরও জানা যায়, গতকাল শনিবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৬টি ল্যাবে ৭৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৬৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৪৫ জনের নমুনা পরীক্ষায় ২৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৮০ জনের নমুনা পরীক্ষা করে ২১, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ১৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে।

আরো পড়ুন: করোনা: একদিনে আরো ৩৯ মৃত্যু, শনাক্ত ১৬৩৭

একইদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে একজনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

চস/স

ads here