সংগীতশিল্পী বৃহান আর নেই

সংগীতশিল্পী বৃহান আর নেই
বোরহান আহমেদ বৃহান (ফেসবুক থেকে সংগৃহীত)
স্বনামধন্য প্রচ্ছদ ডিজাইনার ও কণ্ঠশিল্পী বোরহান আহমেদ বৃহান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া আন্না ইলাইহি রাজিউন)। সকাল সাড়ে ৭টার দিকে ক্যানসার আক্রান্ত এ শিল্পী রাজধানীর আদাবরের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। বৃহানের বয়স হয়েছিল ৪৮ বছর।

ads here

জানা গেছে, আজ (১৩ জুন) বাদ জোহর মোহাম্মদপুরে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে প্রয়াতের গ্রামেরবাড়ি খুলনায়।

বৃহানের বোন নীলা বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ভাইয়া জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। তারপর সোজা করে বসানোর পর দেখি অক্সিজেন লেভেলে একেবারে কমে গেছে।

তারপর দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার দেখে বলেছেন বাসাতেই তিনি মারা গেছেন। এক বছরেরও বেশি সময় ধরে ব্রেন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন বৃহান। অ্যালবামের প্রচ্ছদশিল্পী হিসেবে বেশি পরিচিতি পেলেও বৃহান ছোটবেলা থেকে গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন।

২০১০ সালে ফাহিম মিউজিকের ব্যানারে প্রকাশ হয় তার প্রথম একক অ্যালবাম ‘ফেসবুক প্রেম’। এরপর প্রকাশ হয় আরো একাধিক অ্যালবাম।

চস/স

ads here