ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) লিগ পর্বের ১১ রাউন্ডের খেলা শেষ হচ্ছে আগামী ১৭ জুন। এরপর মাঠে গড়াবে সুপার লিগ পর্ব। বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য সুখকর দিয়েছে সিসিডিএম। জানিয়েছে, টেলিভিশন পর্দায় দেখা যাবে আলোচিত ডিপিএল টুর্নামেন্ট। বাংলাদেশের বেসরকারি দুটি টিভি চ্যানেল গাজী টিভি ও টি-স্পোর্টস মিরপুর থেকে খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু ডিপিএল টি-টোয়েন্টির সুপার লিগের সমস্ত ম্যাচ টি-স্পোর্টস এবং গাজী টিভিতে যৌথভাবে সরাসরি সম্প্রচারিত হবে। এবার জাতীয় দলের সমস্ত তারকা ক্রিকেটাররা খেলায় টুর্নামেন্টটি আকর্ষণীয় হয়ে উঠেছে। আমি নিশ্চিত যে, দর্শকরা তাদের বাড়িতে বসে সুপার লিগের খেলা উপভোগ করবেন।’
বাংলাদেশ ক্রিকেটে এমন সমর্থকের সংখ্যাই বেশি, যারা জাতীয় দলের বাইরের দেশের ক্রিকেটের খবরাখবর খুব বেশি জানেন না। দেশে কয়টি ঘরোয়া টুর্নামেন্ট চলে সেটিও অজানা। ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বিষয়ে খোঁজখবর রাখেন, এমন সমর্থকও খুব বেশি পাওয়ার কথ না।
এবার সাকিব আল হাসানের স্টাম্প কাণ্ডের পর আলোচনায় ডিপিএল। টেলিভিশন পর্দায় এই টুর্নামেন্ট দেখতে দর্শকদের আগ্রহেরও কমতি নেই!
চস/আজহার