করোনা: একদিনে আরও ৫০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫০ জন। এর আগে, গতকাল ৫৪ ও গত পরশু ৪৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ২২২ জন।

ads here

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৩১৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৮০ শতাংশ ও গত পরশু ১২ দশমিক ৯৯ শতাংশ।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৩ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করে আরও তিন হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ৩৩ হাজার ২৯১ জন।

এর আগে, গতকাল তিন হাজার ৫০ জন ও গত পরশু দুই হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চস/আজহার

ads here