গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৩৪৫ জনে। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৪১ হাজার ৮৭ জন।
২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৪ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৫২৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ৮৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬২ লাখ ৬৭ হাজার ৬৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৩২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
আরো পড়ুন: বন্ধ হচ্ছে না ৩০ জুনের আগে কেনা অবৈধ মোবাইল ফোন
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সর্বপ্রথম কারো মৃত্যু হয়।
চস/স