লকডাউনের কারণে ট্রেন চলাচল-যাত্রাবিরতিতে পরিবর্তন

ট্রেন
করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ রোধে আজ থেকে ৭ জেলায় শুরু হওয়া কঠোর লকডাউনের পরিপ্রেক্ষিতে কিছু রুটে ট্রেন চলাচল বন্ধ এবং কিছু স্টেশনে যাত্রাবিরতি কাটছাঁট করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ads here

গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী ,গোপালগঞ্জ জেলা লকডাউনের আওতায় থাকায় আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে।

গাজীপুরের মধ্যে অবস্থিত সকল স্টপেজ লকডাউন থাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেনসমূহ থামবে না।

গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী ‍‌টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশিকাঁথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

এছাড়া খুলনাগামী সকল যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে।

আরো পড়ুন: ফটিকছড়িতে এক সপ্তাহের লকডাউন ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় মঙ্গলবার সকাল ৬টা থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে।

চস/স

ads here