আরসিওয়াই এলামনাইয়ের উদ্যোগে শনিবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে পূ্নর্মিলনী প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরসিওয়াই এলামনাই চট্টগ্রামের আহ্বায়ক তৌফিক আনোয়ার। সংগঠনের যুগ্ম-আহ্বায়ক গোলাম বাকী মাসুদ পূ্নর্মিলনীর বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় সভায় তুলে ধরেন।
এতে আলোচনা করেন সংগঠনটির চট্টগ্রামের আহ্বায়ক কমিটির সদস্য ও সিনিয়র যুব রেড ক্রিসেন্টে সদস্য মইনুল ইসলাম সোহেল, শহিদুল হক আজাদ, মোঃ শামসুদ্দিন খালেদসহ সিনিয়র সদস্যগণ।
প্রাক প্রস্তুতি সভায় উল্লেখযোগ্য আলোচনার বিষয় ছিলো নিবন্ধন, সকল প্রাক্তন যুব সদস্যদের সাথে সমন্বয়, রিইউনিয়নের বাস্তবায়ন বিষয়ক গুরুত্বপূর্ণ কনটেন্টগুলো এবং সংগঠনকে ভবিষ্যতে ব্যাপক পরিসরে মানবতার সেবায় সংগঠিত করা ইত্যাদি।
সভায় আরও উপস্থিত ছিলেন আরসিওয়াই এলামনাই চট্টগ্রামের যুগ্ম সদস্য সচিব এইচ এম সালাউদ্দিন, কার্যকরী পর্ষদ সদস্য আব্দুল জব্বার, শাহাদাত হোসেন রুমেল, সৈয়দ আসাদ মাহমুদ, সাইফুল কাদের বিদ্যুৎ, তপু চৌধুরী, কাজী তৌফিকুল আজমসহ সিনিয়র আরসিওয়াই সদস্যগণ।
উল্লেখ্য, এক্স-আরসিওয়াই পুনর্মিলনী-২০২৩ আগামী ১০ ফেব্রুয়ারি (শনিবার) নগরীর কাজীর দেউরীস্থ অফির্সাস ক্লাব বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
চস/আজহার