ঢাকায় মোছলেম উদ্দিনের প্রথম জানাজা সম্পন্ন

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ জানাজা সম্পন্ন হয়।

ads here

চট্টগ্রামে আরও দু‘দফা জানাজা হওয়ার কথা রয়েছে। চট্টগ্রামের বোয়ালখালী ‍উপজেলা সদরের গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রাতে মরদেহ নগরীর লালখান বাজারের বাসভবন রাখা হবে।

এরপর আগামীকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে তৃতীয় ও শেষ জানাজা শেষে হযরত গরিবউল্লাহ শাহ মাজারে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

চস/স

ads here