গুলশানে অগ্নিকাণ্ড: আরও একজনের মৃত্যু

গুলশানে বহুতল ভবনে আগুন, একজনের মৃত্যু
রাজধানীর গুলশানে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে আহত আরও এক জনের মৃত্যু হয়েছে। তিনি ওই ভবন থেকে লাফিয়ে পড়েন। মৃত্যু ব্যক্তির নাম রাজু। তিনি ভবনটির ১১ তলার একটি ফ্ল্যাটে বাবুর্চির কাজ করতেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) মো. আ. আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ads here

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ওই ভবনের সাততলায় আগুন লাগে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। এ ঘটনায় ভবন থেকে লাফিয়ে পড়ে আনোয়ার হোসেন (৩০) নামে একজন নিহত হন। আহত হন আরও কয়েকজন।

শিশু ও নারীসহ ২২ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের তদন্ত দল। পরে রাতেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়।

চস/স

ads here