চট্টগ্রামের খুলশীতে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকার একটি বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ads here

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে খুলশী থানাধীন টাইগারপাস কুয়ারপাড় এলাকায় একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খুলশী থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান চট্টগ্রাম সময়কে জানান, এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ পাওয়া গেছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। আমরা আমাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবধরনের পরিচয় জানার চেষ্টা করছি।

মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

চস/স

ads here