গত ৭ এপ্রিল, ২০২৩ রোজ শুক্রবার (১৫ রমযান) অনুষ্ঠিত হয় ঢাকার জুরাইনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়” এর “ইফতার ও দোয়া মাহ্ফিল-২০২৩”। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০০২ সাল হতে ২০২২ সাল পর্যন্ত মোট ২১ টি ব্যাচের মধ্যে ১৯ টি ব্যাচ হতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মাহ্ফিলে নিমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়’র সাবেক প্রধান শিক্ষক মোঃ সরাফ হোসেন খান ও বর্তমান প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মচারিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী হাসান ইমাম (রাজু) ও হারুনুর রশীদ (মিশু) এবং সার্বিক ততত্ত্বাবধানে ছিলেন রায়হান আব্দুল্লাহ্ (‘১০), আলামিন খান (‘১১), ওভি (‘১৪), অমিতুর রহমান মাহীন (‘১৮) সহ প্রমুখ।
আয়োজনে উপস্থিত সকলের পুরাতন স্নেহ মিশ্রিত অসংখ্য স্মৃতির স্বরণে বিভিন্ন অনুপ্রেরণামূলক উক্তির প্রয়োগে আবেগঘন বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সরাফ হোসেন খান, বর্তমান প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন সহ বাংলা বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আলী, ইংরেজি বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মোশাররফ হোসেন ও মোঃ জাহাঙ্গীর হোসেন, ব্যবসায় শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন।
শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও প্রাণোচ্ছল এই বিদ্যালয়কে ঘিরে স্মৃতির পাতায় শিশির বিন্দুর ন্যায় জমে থাকা কিছু আবেগের বহিঃপ্রকাশে বক্তব্য পেশ করেন প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। প্রাক্তনদের আগমনে স্বল্প সময়ের জন্য হলেও বিদ্যালয় যেনো ফিরে গিয়েছিলো রঙিন যুগের পথ পাড়ি দিয়ে অতীতের সেই সাদা-কালো যুগে। ব্যস্ত জীবনের সীমাবদ্ধ নানা পরিস্থিতিকে উপেক্ষা করে স্বল্প সময়ের জন্য পুণরায় সেই শৈশবের স্মৃতিতে যেনো পদচারণ করেছিলেন শিক্ষার্থীরা। এভাবেই ইফতার আয়োজনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এক স্বচ্ছ-সুন্দর পুণঃর্মিলন মেলার সাক্ষী হয় শিক্ষার্থীরা।
চস/আজহার