করোনা আর `বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা’ নয়

60
 ডেস্ক রিপোর্ট |  শুক্রবার, মে ৫, ২০২৩ |  ১০:১৫ অপরাহ্ণ
মহামারী করোনার প্রকোপ বিশ্বজুড়ে অনেকটা কমে আসায় আগের ঘোষণা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, করোনা এখন আর বিশ্ব জরুরি অবস্থা নয়। শঙ্কার মেঘ অনেকটাই কেটে গেছে।

করোনা সংক্রমণের তিন বছর পর উচ্চ পর্যায়ের সতর্কতা তুলে নেওয়া হল। এটা বিশ্ববাসীর জন্য অনেক স্বস্তির খবর।

ads here

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলেছেন, করোনা সংক্রমণে মৃতের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। সংস্থাটির হিসেব মতে, করোনায় অন্তত ৭০ লাখ মানুষ মারা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিসুস জানিয়েছে, তবে করোনায় প্রকৃত মৃতের সংখ্যা দুই কোটির কাছাকাছি। যা আনুষ্ঠানিক হিসাবের চেয়ে প্রায় তিন গুণ বেশি। তার মতে করোনার কাল বা ভয়াবহতার সময় এখনও শেষ হয়ে যায়নি।

চস/স

ads here