দুপুর ১২টায় সেন্টমার্টিনে আঘাত করতে পারে ‘মোখা’

28
 ডেস্ক রিপোর্ট |  রবিবার, মে ১৪, ২০২৩ |  ১১:৫২ পূর্বাহ্ণ
কক্সবাজার ও মিয়ানমারের উপকূলীয় এলাকা অতিক্রম শুরু করছে ঘূর্ণিঝড় মোখা। আজ রবিবার (১৪ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাতাসের গতিবেগ বাড়তে শুরু করেছে। সাগর উত্তাল তবে ভাটা চলায় সেন্টমার্টিনে এখনও তাণ্ডব দেখাতে পারছে না মোখা।

ads here

দুপুর ১২টায় জোয়ার আসলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশিরভাগ স্থানীয়রাই দ্বীপে রয়ে গেছেন বলে জানা গেছে। তারা সবাই সাইক্নোন সেন্টারে অবস্থান নিয়েছেন।
আবহাওয়া দফতরের পরিচালক মো. আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, সেন্টমার্টিন ও টেকনাফের জন্য সবচেয়ে ভয়ংকর সময় হলো দুপুর ১২টা থেকে বিকেল ৩টা।

এ সময়ের মধ্যে স্থলভাগ অতিক্রম শুরু করবে মোখা। এর প্রভাবে সেন্টমার্টিন ও টেকনাফ অঞ্চলের নিম্নাঞ্চল ১২ ফুটের বেশি জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
এদিকে, টেকনাফে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আর সেন্টমার্টিনে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রবিবার (১৪ মে) ভোর থেকে সেন্টমার্টিনের দ্বীপে বাতাসের গতিবেগ বেড়েছে।

সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও পানির উচ্চতাও বৃদ্ধি পায়। বৃষ্টি ও বাতাস হচ্ছে সামান্য। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বড়াতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

চস/স

ads here