‘সুড়ঙ্গ’র আইটেম গানে নুসরাত ফারিয়া

‘সুড়ঙ্গ’র আইটেম গানে নুসরাত ফারিয়া
রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ ছবিতে ‘কলিজা আর জান’ শিরোনামের আইটেম গানে কোমর দুলাবেন নুসরাত ফারিয়া। সিনেমাটিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন আলোচিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।

এরই মধ্যে গানের শুটিংয়ে অংশ নিয়েছেন ফারিয়া। রাসেল মাহমুদের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা। আজ শনিবার (১০ জুন) গানটির টিজার উন্মোচনের কথা রয়েছে।

ads here

গণমাধ্যমটি বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফি। তিনি জানান, বিশেষ চমক হিসেবে আইটেম গানটির মাধ্যমে যুক্ত করা হয়েছে নুসরাত ফারিয়াকে। গানে গানে ফারিয়ার সঙ্গে নাচতে দেখা যাবে আফরান নিশোকেও।

উল্লেখ্য, নাজিম উদ দৌলার গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

চস/স

ads here