চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘দেলোয়ার আল বাহার’ নামের একটি পণ্যবাহী লাইটার জাহাজ ডুবে গেছে। বুধবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ জাহাজডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ড সদরদপ্তরের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার মো. আশিকুর রহমান গণমাধ্যমকে জানান, জাহাজটিতে ১৩ জন নাবিক ছিলেন। আশপাশের লাইটার জাহাজগুলো তাদের উদ্ধার করেছে।
তিনি বলেন, বহির্নোঙরে আলফা এ্যাঙ্করেজ এলাকায় এমভি দেলোয়ার আল বাহার নামের লাইটার জাহাজটির তলা ফেটে যায়। এসময় বৈরি আবহাওয়া ছিল। জাতীয় জরুরি সেবা থেকে সকল পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ মেটাল শার্ককে ঘটনাস্থলে পাঠানো হয়। এর আগেই ডুবে যাওয়া জাহাজের ১৩ জন নাবিককে উদ্ধার করে আশপাশের লাইটারগুলো।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আভ্যন্তরীন নদীপথে চলার জন্য নৌ পরিবহন অধিদপ্তর থেকে অনুমোদন নেয় জাহাজটি। কিন্তু নিয়ম ভেঙে লাইটার জাহাজটি সমুদ্রপথে চলছিল।
চস/আজহার