বাংলাদেশের বিশ্বকাপ শুরু ৭ অক্টোবর, দেখে নিন সূচি

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী ৭ অক্টোবর ম্যাচটি হবে ধর্মশালায়। আজ (মঙ্গলবার) ২০২৩ ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি।

ads here

তামিম বাহিনী বিশ্বকাপের ছয়টি ভেন্যুতে খেলবে নিজেদের ম্যাচগুলো। ৯ ম্যাচের মধ্যে দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা, ধর্মশালা ও পুনেতে। এছাড়া একটি করে ম্যাচ খেলবে, মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে।

বাংলাদেশের প্রথম দুই ম্যাচের ভেন্যু ধর্মশালা। প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর আফগানদের মুখোমুখি হবে টিম টাইগার্স। এরপর একই ভেন্যুতে আগামী ১০ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তামিম বাহিনী।

May be an image of 1 person and text that says "FIXTURES CRT MEN'S CRICKET WORLD CUP INDIA2023 5OCTOBER 19 NOVEMBER 2023 7OCTOBER 2023, DHARAMSALA V AFGHANISTAN BANGLADESH 10 OCTOBER 2023, DHARAMSALA ENGLAND 14 OCTOBER 2023 CHENNAI v NEW ZEALAND OC TOBER INDIA PUNE OCTOBER 2023, MU UMBAI SOUTH AFRICA OFWALES 019 OCTOBER 2023 KOL KATA v QUALIFIER 1OCTOBER 2023, KOLKATA PAKISTAN NOVEMBER 2023, DELHI v QUALIFIER 2 12 NOVEMBER 2023 PUNE AUSTRALIA"

ধর্মশালায় প্রথম দুটি ম্যাচ খেলে বাংলাদেশের গন্তব্য চেন্নাই। আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগার বাহিনী। আর স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচটি ১৯ অক্টোবর পুনেতে। এরপর মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই ২৪ অক্টোবর। কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর, প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও একই ভেন্যুতে খেলবে সাকিব-তামিমরা।

৬ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ বাছাই পেরিয়ে আসা আরেক দলের সঙ্গে। আর শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে, ১২ নভেম্বর।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে হবে। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর আহমেদাবাদেই হবে ফাইনাল।

চস/আজহার

ads here