চট্টগ্রামের বাঁশখালীতে এক ভূয়া চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গুনাগরী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পেনড্রাইভ দিয়ে চিকিৎসা করায় এলাকায় তিনি ডিজিটাল ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসকের নাম মোহাম্মদ ইউনুছ। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলায়। তিনি ২০১৩ সালে মানবিক শাখা থেকে এসএসসি পাস করেন।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মোহাম্মদ ইউনুছ পেনড্রাইভের মেমোরিতে বিভিন্ন রোগ নিরূপণের পরীক্ষার নাম লিখে মনিটরে সেট করে রাখতেন। রোগী চেম্বারে গেলে তিনি ছোট বাক্সের মত একটি যন্ত্রের উপর রোগীর হাত রাখতেন। তখন পুরো শরীরের পরীক্ষা হয়ে গিয়েছে বলে রিপোর্ট দিতেন এবং চিকিৎসা করাতেন।
এদিকে, বৃহস্পতিবার বিকেল বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান চেম্বারে গিয়ে পেনড্রাইভ খুলে নিলে ফাঁস হয় চিকিৎসকের জারিজুরি। তখন তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, পেনড্রাইভে কিছু তথ্য রেখে রোগ নির্ণয়ের কথা বলে গত ১১ বছর ধরে চিকিৎসা করে প্রতারণা করে আসছিলেন তিনি। তাই তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চস/আজহার